সূর্য নক্ষত্র নারী -২ (গান ও কবিতা ঘর)
সূর্য
নক্ষত্র নারী -২
জীবনানন্দ
দাশ
বই _ (বেলা অবেলা কালবেলা)
চারিদিকে সৃজনের অন্ধকার র’য়ে গেছে, নারী,
অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরো ভালো
কোথাও দ্বিতীয় সূর্য নেই, যা জ্বালালে
তোমার শরীর সব অলোকিত ক’রে দিয়ে
স্পষ্ট ক’রে দেবে কোনো কালেশরীর যা র’য়ে গেছে।
এই সব ঐশী কাল ভেঙে ফেলে দিয়ে নতুন সময়
গ’ড়ে নিজেকে না গ’ড়ে তবু তুমিব্রহ্মান্ডের
অন্ধকারে একবার জন্মাবার হেতুঅনুভব করেছিলে,
জন্ম-জন্মান্তের মৃত স্মরণের
সাঁকোতোমার হৃদয় স্পর্শ করে ব’লে
আজআমাকে ইশারাপাত ক’রে গেলে তারি,
অপার কালের স্রোত না পেলে কী ক’রে তবু,
নারীতুচ্ছ, খন্ড, অল্প সময়ের স্বত্ব কাটায়ে
এই সব ঐশী কাল ভেঙে ফেলে দিয়ে
গ’ড়ে নিজেকে না গ’ড়ে তবু তুমিব্রহ্মান্ডের
অন্ধকারে একবার জন্মাবার হেতুঅনুভব করেছিলে,
জন্ম-জন্মান্তের মৃত স্মরণের
সাঁকোতোমার হৃদয় স্পর্শ করে ব’লে
আজআমাকে ইশারাপাত ক’রে গেলে তারি,
অপার কালের স্রোত না পেলে কী ক’রে তবু,
নারীতুচ্ছ, খন্ড, অল্প সময়ের স্বত্ব কাটায়ে
অঋণী তোমাকে কাছে পাবে,
তোমার নিবিড় নিজ চোখ এসে নিজের বিষয় নিয়ে যাবে?
সময়ের কক্ষ থেকে দূর কক্ষে চাবিখুলে ফেলে তুমি অন্য সব
মেয়েদেরআত্ম অন্তরঙ্গতার দানদেখায়ে
অনন্তকাল ভেঙ্গে গেলে পরে,
যে-দেশে নক্ষত্র নেই- কোথাও সময় নেই আ,
আমারো হৃদয়ে নেই বিভা,
দেখাবো নিজের হাতে-
তোমার নিবিড় নিজ চোখ এসে নিজের বিষয় নিয়ে যাবে?
সময়ের কক্ষ থেকে দূর কক্ষে চাবিখুলে ফেলে তুমি অন্য সব
মেয়েদেরআত্ম অন্তরঙ্গতার দানদেখায়ে
অনন্তকাল ভেঙ্গে গেলে পরে,
যে-দেশে নক্ষত্র নেই- কোথাও সময় নেই আ,
আমারো হৃদয়ে নেই বিভা,
দেখাবো নিজের হাতে-
অবশেষে কী মকরকেতনে প্রতিভা।
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)