Header Ads

উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি

            অমিতাভ দাশগুপ্ত– উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি

 

 বুকের রক্ত মুখে তুলে যারা মরে

ওপারে ঢাকায় এপারের শিলচরে

তারা ভালোবাসা-বাংলাভাষার জুড়ি—

উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।

 

সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো

প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো

সে-আলোয় দেয় মারের সাগর পাড়ি

উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।

 

সে-আলো টলে না মৃত্যুর কালো ঝড়ে

তর্জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে,

দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা

পার হয়ে শত শ্মশান ও কারবালা

হাজার মুখের মিছুলে দিয়েছে পাড়ি

উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.