Header Ads

রোদ্দুরে চান



                           ফারজানা রহমান শিমু            

                            

ভোর না হতেই দু’চোখ মেলে সুর্য ডাকে, আয়

রোদ্দুরে চান করতে হলে ছোটরে খালি গায়।

দল বেঁধে সব হুড়মুড়িয়ে উঠান হলেম পার

সরু পথের বাঁক পেরুলেই রাস্তা পালাবার।

 

ঘাসের ফাঁকে নুড়ির মতো বিঁধলে কিছু পায়

‘দুত্তোরি ছাই’ বলেই ছুটি থামতে কে বা চায়।

থামার সময় নেই যে হাতে পথ পেরুলেই বন

এক পাশে তার শ্মশান বলে মন যে উচাটন।

 

দোয়া দরুদ মন্ত্র পড়ে ছুটতে থাকি সব

স্বচ্ছ জলের ঝর্ণা শোনায় মিস্টি কলরব।

গাছের ফাঁকে ঝিলিক মেরে সুর্য ডাকে, আয়

আমরা সবাই দল বেঁধে যাই মাঠের কিনারায়।

 

নরম ঘাসের সুরসুড়িতে উথলে উঠে মন

রোদ্দুরে চান করতে থাকি আমরা সারাক্ষণ।।


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.