মোনাজাত
নীল লতা
কোন উত্তপ্ত মরু ঝড় তোমায় ছুঁতে পারুক।
আমি চাই বসন্তের দক্ষিনা মলয় তোমায় আলতো করে পরশ বুলিয়ে যাক।
কোন দাবানলের গলিত লাভা তোমার হৃদয় না ছোঁয়।
আমি চাই তোমার প্রিয় হেমন্তের নীল সাদা আকাশ তোমায় আগলে রাখুক।
গ্রীষ্মের তপ্ত খরার চৌচির মাটি তোমার পদযুগল পোড়াতে না পারুক।
আমি চাই শিশির ভেজা সবুজ পেলব দূর্বা তোমার চরণ জড়িয়ে থাকুক।
কোন শ্রাবণ বন্যায় তোমার আঁখি উপচে না ভাসাক।
আমি চাই ও চোখ মেঘের কাজলে ঢেকে আমরণ প্রেয়সীর নয়নে নয়ন মিলাক।
কোন বর্ষন বজ্রাঘাত শ্রবনেন্দ্রিয় আঘাত না করুক।
আমি চাই কোকিল কুহেলিকায় মাতুক তোমার কর্ণদ্বয়।
তোমার নাসিকায় কোন কপাল পোড়ার তামাটে গন্ধ না লাগুক।
আমি চাই বিশ্বের যত সুবাসিত পুষ্পরাজি তোমায় ঘিরে উৎসবে নাচুক।
আমি চাই না তোমায় অভিশাপে রাখতে,
আমি চাই তুমি থাকো আমার প্রতিটি মোনাজাতে।
আমি চাই বসন্তের দক্ষিনা মলয় তোমায় আলতো করে পরশ বুলিয়ে যাক।
কোন দাবানলের গলিত লাভা তোমার হৃদয় না ছোঁয়।
আমি চাই তোমার প্রিয় হেমন্তের নীল সাদা আকাশ তোমায় আগলে রাখুক।
গ্রীষ্মের তপ্ত খরার চৌচির মাটি তোমার পদযুগল পোড়াতে না পারুক।
আমি চাই শিশির ভেজা সবুজ পেলব দূর্বা তোমার চরণ জড়িয়ে থাকুক।
কোন শ্রাবণ বন্যায় তোমার আঁখি উপচে না ভাসাক।
আমি চাই ও চোখ মেঘের কাজলে ঢেকে আমরণ প্রেয়সীর নয়নে নয়ন মিলাক।
কোন বর্ষন বজ্রাঘাত শ্রবনেন্দ্রিয় আঘাত না করুক।
আমি চাই কোকিল কুহেলিকায় মাতুক তোমার কর্ণদ্বয়।
তোমার নাসিকায় কোন কপাল পোড়ার তামাটে গন্ধ না লাগুক।
আমি চাই বিশ্বের যত সুবাসিত পুষ্পরাজি তোমায় ঘিরে উৎসবে নাচুক।
আমি চাই না তোমায় অভিশাপে রাখতে,
আমি চাই তুমি থাকো আমার প্রতিটি মোনাজাতে।
খুব সুন্দর লেখা।লেখক ও প্রকাশককে অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা।
ReplyDeleteআমার ছোট সাইটে আপনাকেও আমন্ত্রন জানাই sribangla.com