Header Ads

রংপুর হইল বিভাগ হামার,






রংপুর হইল বিভাগ হামার,


রংপুর হইল বিভাগ হামার,
আমি হইলাম মুই,
আমার  বদল হামরা বলি,
তুমির বদল তুই।
রোদকে মোরা অইদ বলি,
ছায়াকে বলি ছ্যায়া,
বালিকাকে চেংরি বলি,
কেমন মজা ভায়া।
বাগানকে হামরা ক্ষ্যাত বলি,
ভূমিকে বলি ভুই,
তামাক হইল তাংকু হামার,
সূচ হইল সুই।
মরিচ হইল আকালি ভাইরে,
বেগুন হইল বাইগোন,
পাটের বদল কোষ্টা বলি,
চালুনির বদল চাইলোন।
উঠান হইল খুলি হামার,
জামা হইল পিরান,
এ্যাতো ব্যস্ত হওছেন ক্যানে,
এ্যালা একনা জিরান।
অনেক হইল ম্যাল্লারে ভাই,
সুপারি হইল গুয়া,
রক্ত হইল অক্ত হামার,
ফাকা হইল ধুয়া।
আসমান হামার দ্যাওয়া বাহে,
বৃষ্টি হইল ঝড়ি,
কূয়া হইল চুয়া হামার,
রশি হইল দড়ি।

লুঙ্গি হইলো তবন,
বউ হইল মাইয়্যা হামার,
ব্রাশ হইল দাতন।
জামা হইল আঙ্গা হামার,
ছাদের নাম চাং,
লাউকে মোরা কদু বলি,
মারকে বলি ডাং ...
আরও মজা আছে বাহে জুরাই যাইবে পরান,
ধীরে ধীরে যাওছি হামার,
অল্প একনা অরান।
দাওয়াত দিলে জিয়াপোত বুঝি,
বন্যা মানে বান,
ক্ষিধা পাইলে ভোক লাগে,
চাঁদকে বলি চান।
বর্ষা মানে বাইশ্যা হামার,
ব্যাড়া হইল টাটি,
রংকে মোরা অং বলি,
কন্যা যখন বেটি।
সাদা হইল ধলা বন্ধু,
রাস্তা হইল ঘাটা,
আমন হইল হেউত হামার,
শাপলা হইল ভ্যাটা।
রিক্সাওয়ালা মামু হামার,
নিন্দুকেরাও কহে,
রংপুরিয়া ভাষার মত নাইতো মজা বাহে।

No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.