Header Ads

জানিনা কী করে?





                          -পীযুষ কান্তি সরকার





জানিনা কী করে এলো এলো পৃথিবীতে?

করোনা নামের এই ভাইরাস-

শুধু জানি মানব জাতিরজীবন ধংস ,শরীর নস্ট, এর কাজ 

সারা বিশ্বে ঝড়িয়েছে এর ঝাঁঝ
আমার দেশ তো বটে

প্রায় সারা বিশ্বে প্রতি দেশেচলছে লকডাউন-সামাজিক দূরত্ব,  

যাতেকেউ কারো সাথে না মেশে,
তাহলে আরোও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ

পাবেএই মহামারী, হাড়াবে প্রাণ শত, হাজার, লক্ষ, নর-নারী
মানুষ মানছে না লকডাউন, সামাজিক দূরত্ব,

স্বাস্থ্যবিধিতাদের পিছে ছুটছে পুলিশ সহ সকল প্রশাসনিক বাহিনী,
মানূষের পিছে ছুটতে গিয়ে হচ্ছে তারা আক্রান্তমরছে মানুষ

মরছে পুলিশ , মরছে ডাক্তারআমরা ঘরে বসে আছি ভাবছি নাই কি কিছুই করার?
এই অবস্থার অবসান করতে হবে

বাঁচাতে হবে প্রাণঘোচাতে হবে এই মহামারী

করতে হবে পরিত্রাণ,
কিন্তু জানি না কত দিনে করবো এটা

বাইরে যাবো থাকবো নাকো ঘরে

কিন্তুজানিনা কী করে?

১৯ মে ২০২০ ইং







No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.