Header Ads

ঘনঘোর বরষায়



            -পীযুষ কান্তি সরকার


আজি এই ঘনঘোর বরষায়

আকাশ ভাঙ্গিয়া আসে

চারিদিকে যেন দিনের আলোয় আধার নামিয়া-

করিছে আঁধার আলোয় খেলা

রিমঝিম শব্দে কাটিছে বেলা।

 

মাঝে মাঝে প্রচন্ড আওয়াজ

এই বুঝি পরিলো কোথায় মেঘের বাজ

করিলো কোথায় বিষম আঘাত

অন্তর কাঁপিয়া উঠিলো আকস্মাত।

 

এভাবে দিনের দিনের পর দিন

চলিছে আষাঢ় নদী বিল ভরিলো আবার

সচ্ছ জলে করিছে খেলা

চকচকে, ঝাঁকে ঝাঁকে মাছ ও ব্যাঙ

ছোট্ট খোকা পিছলে পরে ভাঙ্গে বুঝি ঠ্যাঙ।

 

তবুও বরষা পাবার আশায়

প্রতিক্ষিয়া থাকি, বরষায়

আশা জাগায়, হৃদয় রাঙায়

একাকার করে জল ও ডাঙ্গায়।


No comments

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)

Powered by Blogger.