নারী /পুরুষ - প্রেম ও চাহিদা :
কলমে রুহ রয়
বুকের উপরে মাংস স্থল দেখেছো-
ছুঁতে চেয়েছো,
বুকের ভিতরের হৃদয়কে কি ছুঁতে চেয়েছো?
চাও নি।
গভীর চোখের কাজলের রেখা দেখেছো-
কাজল ঘেঁটে দিয়ে আদরের ছলনা করেছো,
কাজলের নিচে কত চোখের জল লুকানো, তা বুঝেছো?
বুঝতে চাও নি।
গোলাপের পাপড়ি মত ঠোঁট দুটি দেখেছো-
তার রস পান করতে চেয়েছো,
কত কষ্টে সে ফুলে ফুলে উঠে অনুভব করেছো?
করো নি।
এক ঢাল কালো চুল দেখেছো, তার ছায়া, গন্ধে আবেগ এনেছো,
এই খোলা চুলের সম্মান কখনো কি রাখার চেষ্টা করছো?
করো নি।
শাড়ির ভাঁজের অসাবধানতায় নাভি স্থান দেখেছো,
উস্কে নিয়েছো কামনার আগুন,
নাভির যোগ সূত্রতা কি মনে এসেছে?
আসে নি।
ওগো পুরুষ, নারী জানে প্রেম- একাকীত্ব চায়, চায় নিবিরতা, প্রেম চায় গোপনীয়তা,
শুধু শরীর পিয়াসি হয়ে নয়, চায় মনের মিলন, বিশ্বাসের সাথে মনের হোক ভাগাভাগি।
তবে পুরুষ, কি করে প্রেমিক তুমি হবে?
তুমি সুখ পিয়াসি, তুমি কামনা বিলাসী,
যার রস পানে করে ক্ষত দাও, সে যে বড়ই কোমল,
কাজল যদি ঘেঁটে যায়, তাকে যে কলঙ্ক বলে,
যাতে তোমার কামনা উস্কে উঠে,সে যে আমার- পরম পাওয়া "মাতৃত্ব"।
পুরুষ তুমি প্রেমিক হও, দাও সম্পূর্নতা, পাও পরিপূর্ণতা,
যেদিন তুমি প্রেমিক হবে দেবে সম্মান-
বুঝবে সেদিন নারী শুধু চায় মান্যতা,
জানবে সেদিন সে কেন এত ভালোবাসে তোমার পরাধীনতা।
No comments:
Post a Comment
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)