আমি কথা রেখেছি --মাসুদ আহমেদ । (all-banglakobita.com)

আমি কথা রেখেছি

                --মাসুদ আহমেদ । 



আমি কথা রেখেছি--তেত্রিশ বছর ধরে,

স্বাক্ষী আসমান, স্বাক্ষী জমিন

স্বাক্ষী ফুল -পাখি -বন

স্বাক্ষী পূর্ণিমার চাঁদ, দুধেল জোছনা ,

স্বাক্ষী অমাবস্যা, নক্ষত্ররাজি- কালপুরুষ, আকাশ গঙ্গা,

স্বাক্ষী শারদশুভ্রতা,হৈমন্তীক আভা, বিলাসী বসন্ত, শ্রাবণ সন্ধ্যা;

স্বাক্ষী মেঠো পথ, বুড়ো বট,বটের ছায়া, শান বাঁধানো ঘাট, ঘাটের মাঝি, 

স্বাক্ষী দূরন্ত কৈশোর, উত্তাল যৌবন ,গোল্লা ছুট, বৌছি , কানামাছি, লুকোচুরি খেলা ;

স্বাক্ষী কিশোরী বধূ, আলতা পা, মেহেদি রঙ,সজল আঁখি, বুক ভাঙা আর্তনাদ; 

আমি কথা রেখে চলেছি আজও --তেত্রিশ বছর ধরে ---

তুমি আসি বলে চলে গেলে - আর ফিরে এলে না,

ফিরে এলো সানাইয়ের সুর--কিশোরী বধূর ঘ্রাণ --গগণবিদারী আর্তনাদ ;

আসমান -জমিন একাকার হলো-- চিরবিরহের সাইরেন বেজে উঠল দ্বিগ্বিদিক---প্লাবিত হলো 

মাঠ-ঘাট-প্রান্তর,

ঝড় উঠল হৃদপিন্ডের শহরে--লন্ডভন্ড জীবনের ছক;

এক সময় ঝড় থামল- ঘর ভাঙল -স্বপ্ন ভাঙল-

মন ভাঙল না;

আশার প্রদীপ জ্বলে উঠে বারবার ---

তুমি আসবে বলে -

আজও বসে আছি--অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ছুঁয়েছে তেত্রিশ বছর;

যুগ থেকে যুগান্তরে খুঁজে চলেছি কিশোরী বধূর ঘ্রাণ, 

ভালবাসার ফলায় চৌচির করেছি হৃদ-জমিন,

তুমি আসবে -ফসল ফলাবে----ভালবাসার সোনালি ফসল --

আমি বসে আছি

তুমি আসবে 

আমি কথা রেখেছি তেত্রিশ বছর ধরে ।।

No comments:

Post a Comment

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)