আপোস করতে শিখে গেছি
দীর্ঘ দেড় - বছর পর হঠাৎ তার ফোন এল ।
প্রথমে বিস্মিত হলাম,
তারপর বুঝে গেলাম -
নিশ্চই কোথাও ছ্যাঁকা খেয়েছে
বুঝলেন না আরে প্রেমে ছ্যাঁকা ।
প্রয়োজন পড়েছে,
তাই তো আজ আবার তার আমায় মনে পড়েছে ।
ফোনটা ধরলাম, বললাম - হ্যালো....
ওপার থেকে দগ্ধ কণ্ঠে ভেসে এল - কেমন আছিস ?
আমি বললাম - ভালোই...... মানে তুই যেমন রেখে গেছিস ।
এখন কষ্টের সাথে আপোস করতে, মিথ্যা বলতে.. আমিও খুব শিখেগেছি ।
সে কিছু মুহূর্ত চুপ করে ধীর কণ্ঠে বলল - ফ্রি আছিস ?
আমার সাথে বলবি একটু কথা ?
বুকটা কেমন জ্বলে আর মনটা দগ্ধ হয়
ছ্যাঁকা খেয়ে বুঝতে পারছিস
মনটা ফেলনা নয় ।
আমার 'ঘা' টাই এখোনো তাজা
মলম পাইনি খুঁজে,
আজ তার ঘায়ের মলম -
সে' কিনা আমার কাছেই খোঁজে !
এতদিন পর প্রয়োজন পড়েছে
তাইতো সে আজ আমায় ফোন করেছে ।
আমার তাকে আর নেই প্রয়োজন
কষ্টের সাথে আপোস করতে শিখেগেছি ।
দগ্ধ 'ঘা' কে আড়াল করে অশ্রু লুকাতে শিখেগেছি ।
এখন হাসতে আমি শিখেগেছি ।
সে বলল - কিছু বল.........
আমায় কি তুই এক্কেবারে ভুলেগেছিস ?
এবার আমি হেসে ফেললাম -
আরে তাকে ভুলতে পারিনি বলেই তো
রোজ হৃদয় ক্ষরণ হয় ।
দগ্ধ 'ঘা' তে নতুন করে রক্ত ক্ষরণ হয় ।
তারি সাথে ধীরে ধীরে বিশ্বাস ক্ষরণ হয় ।
এখন অভিনয় টা খুব শিখেছি ।
কষ্টের সাথে আপোস করতে শিখেগেছি ।
তাকে বললাম -
তোকে ছাড়াই আমি খুব ভাল আছি ।
সেসব এখন অতীত আমার কাছে,
কবেই সে'সব ভুলে গেছি ।
আর কখনো করিসনা ফোন
বলেই ফোনটা আমি কেটে দিলাম ।
শরীর থেকে আত্মা গেলে শরীর যেমন মৃত
তেমন মনের থেকে বিশ্বাস গেলে ভালোবাসা মৃত ।
এখন আমি আপোস করতে শিখেগেছি ।
কষ্ট বুকে চেপে রেখে হাসতে আমি শিখেগেছি ।
এখন বাঁচতে আমি শিখেগেছি ।।
No comments:
Post a Comment
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)