সবাই জাগুক, তুমি শুয়েই থাকো
ভাগ্যকে দোষারপ করতেই থাকো ।
কাঁদছো?
যারা দূরের তাদের পাওনি বলে,
আফসোস!
কাছের মানুষ হচ্ছে দূরের ।
মানলাম....
বিপদ তোমার চলার পথে
ঝড়ের দাপট প্রবল বেগে
যখন জীবন সাগর উথাল-পাথাল
তখন নৌকা ধরে বসে থাকো ।
তুমি ভাগ্যকে দোষারপ করতেই থাকো....
হারার আগেই হার মেনেছো
ভয় টা তোমার অন্তরালে
নির্ভয়ে চোখ মেলো এবার
সাহস করে দাঁড়াও উঠে ।
আরে ,
এবার তুমি হালটা ধরো
নৌকা ছাড়ো পালটা তোলো
ভাগ্যের সাথে মোকাবিলায়
কোমর বেঁধে লড়াই করো ।
সবাই জাগুক, তুমিও জাগো
কাছের-দূরের সঙ্গে বাঁচো
ভাগ্যের সাথে মোকাবিলায়
লড়াই করেই টিকে থাকো ।।
No comments:
Post a Comment
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)