নিজেকে আপন করেছি
-তিতাস মন্ডল
-তিতাস মন্ডল
আমার যে টুকুই ভালো সেটা ভুলে
সবাই বলতে ব্যস্ত, খারাপ কোনটা করেছি ?
তাই তো আমি আজ নিজেকে চিনতে,
নিজেকেই আপন করেছি !
তোমাদের কি ?
তোমরা তো সবকিছুতেই কমতি খুঁজবে ,
শব্দে ছুরি আর কথাতে চাবুক মারবে ।
এখন আমি সব পরিস্হিতিতে
হাসতে শিখে গেছি,
নিজেকে ভালোবাসতে, আপন করতে শিখে গেছি ।
হ্যাঁ আমিও অনেক ভুল করেছি,
আর সে ভুলের মাশুল
আমি নিজেই দিয়েছি ।
সেই ভুলের থেকে অনেক কিছুই শিখেছি
তাই আমি নিজেকেই আপন করেছি ।
জানি বিরক্ত সবাই আমার উদাসীনতায়,
সবার গাত্র জ্বলে আমার এই চুপকথায় ।
কি-ই বা করি ?
আমি যে সমাজের সাথে পা মিলিয়ে চলতে পারিনা,
তাল মিলিয়ে হ্যাঁ তে হ্যাঁ আর
না তে না বলতে পারিনা ।
কাছের মানুষ কতক্ষণ থাকবে পাশে ?
একসময় আমিওতো একা হবো ।
জীবনে চলতে কতবারই তো হোঁচোট খাবো ।
কতবার হয়তো মুখ গুঁজে পড়েও যাবো ।
কে বা হাতটা ধরে আমায় তুলবে ?
কতবারই বা এগিয়ে এসে চোখের জল মুছবে ?
জানি , তখন পিছন থেকে ধাক্কাই বেশি মারবে
উঠতে যাতে না পারি
সে ব্যবস্থাই তারা করবে ।
তোমাদের ফন্দি বুঝে আমি ধরাশায়ী করবো,
চোখের জল মুছবো নিজেই,
নিজেই মাথা তুলে উঠবো ।
তোমরা যত নিচে টানবে, আমি উপরে উঠবো তত
তোমাদের এই নিচে নামানোর চেষ্টাই
আমার মনবল বাড়াবে শতশত ।
একলা পথে, একলা আমি
নিজের হাত ধরেছি
নিজেকে ভালোবেসেছি আমি নিজেকেই আপন করেছি ।।
No comments:
Post a Comment
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)