অনুভব
----তিতাস মন্ডল
"জীবন" কাকে বলে জানিনা
তবু বেঁচে আছি, শুধু এইটুকু।
"ভালবাসা" কি?
তাও সঠিক বলতে পারবনা ।
তবুও নিঃসঙ্গতাকে আঁকড়ে ধরে
পাগলের মত চিৎকার করে বলে চলেছি প্রতিনিয়ত -
আমি ভালবাসি তোমাকে ।
"সুখ" ?
সুখ কেমন তাও বুঝিনা
পোড়াকপাল ।
তবুও সুখের অন্বেষণ
করে চলেছি অবিরত ।
"শান্তি"........?
সেতো মৃত্যুর কথকতা ।
তাকে বুঝি এজীবনে জানা সাধ্য নয়
হ্যাঁ , তবু বেঁচে আছি।
চাইনা সুখ, চাইনা ভালবাসা,
চাইনা তোমাকে ।
চাই শান্তি, শান্তির মৃদু প্রলেপ
তাই, দুঃখের পারাবারে ভেসে চলেছি একা-
নীরবে, নিঃশব্দে মৃত্যুর খেলাঘরে ।।
এই কবিতা টি আমার খুবই ভালো লাগছে.........।।
ReplyDelete