স্বার্থ
__তিতাস মন্ডল
কে কাকে কেন কিজন্য ভালোবাসে
তার কি খবর রাখো?
মানুষ এখন ভালোবাসার নামে
শুধু শরীর টাই চায়
খুব সাবধানে থেকো।
পুরুষ-নারী প্রেমের জালে
কাছের মানুষ আঘাত হানে
যত্ন করে স্থার্থ খোঁজে
সকল সময়, সকল কাজে।
এখন স্বার্থ ঘরের আনাচে কানাচে
শার্টের কলার, শাড়ির ভাঁজে।।
No comments:
Post a Comment
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)