ভেজা সকালের চা - ড. তালুকদার। Gaan O Kobita Ghor



ভেজা সকালের চা

                ড. তালুকদার।



ঝিমুনি বৃষ্টি মেঘলা সকাল

পাখিদের কষ্ট পাতায় পাতায় খুঁজছে আড়াল।

পথঘাট একাকার জলে ভাসছে নর্দমার মল

রাস্তাঘাট ভাঙ্গা যান চলাচলে শঙ্কা

অফিস সময় পেরিয়ে যায় ভেজা সকালের চায়ে দুঃশ্চিন্তা বাড়ায়।


উঁচু উঁচু ঘর বাড়ি পুকুর ডোবার অভাব

বৃষ্টির জল গড়ে গড়ে তাই ঘরে দুয়ারকে  আস্তানা বানায়।

বিপন্ন নদী বিপন্ন জলাধার বুকের মধ্যে তৈরী হয়েছে টিউমার 

লোভী আর স্বার্থপর মানুষ দিনরাত করছে তাদের সর্বনাশ।

উষ্ণতা বেড়ে বরফ গলে কাঁদছে হিমালয়

সাগরের যৌবন ভাটায় পরেছে মাটি ময়লার আবরণ টনকে টন।

শহর ডুবছে  গ্রাম ডুবছে,ডুবছে হোয়াইট হাউস

তবুও বুঝছে না ট্রাম্পের মতো বেহুশ মানুষ।

সম্পদের স্বার্থ রিপুর তাড়নায় মনুষ্য বিবেক উধাও

সৃষ্টিশীল সৃজনশীলতা গুণগুলো হারিয়ে মানুষ হয়েছে বুনো।


মেঘের পরে রোদ উঠবে নীলাকাশে হাসবে আবার সূর্য্য 

মনুষ্য বিবেক জাগ্রত হবে থাকবে না আর সাহেদ সাবরিনা।

ঘরে ঘরে ফুটবে তখন  অনেক অনেক সেঁজুতি 

বর্ষা নিয়ে হর্ষ হবো তখন 

ভেজা সকালের চায়ের কাপে সুখ পাখিকে গান শোনাবো।

No comments:

Post a Comment

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)