সেদিন প্রভাতে




                                      -পীযুষ কান্তি সরকার

সেদিন প্রভাতে পথে যেতে যেতে, হাড়িয়ে গেলাম অলিক স্বপ্নে
মুহুর্তে যেন ফিরে পেলাম ফেলে আসা অতীত
অনুভুত হলো সেই প্রথম দেখার ক্ষন, চোখে চোখ রাখা দুজনে।

প্রথম প্রেমের অনুভুতি সেকি ভোলা যায়?
আমিও পারিনি ভুলে যেতে,
এখনও আমার মন গভীর ভাবে রয়েছে তোমায় মেতে-

প্রভাতের কিরণ যেমন পৃথিবী আলোকিত
করে, তেমনই তমার সৃতি আমার মন কে করে পুলকিত-
হাড়িয়ে যাই অতীতে ফিরে পাই তোমাকে,

আছ তুমি শুধুই স্বপনে মনের কোনে গোপনে
আস্তবিক জীবনে নয়, বিশ্বকবির সে উক্তি মোর ক্ষেত্রে
ফলিয়া গেলো কি করিব তায়- কবি বলেছিলেন
প্রেম শুধু কাছেই টানে না - দুরেও ঠেলিয়া দেয়……………


No comments:

Post a Comment

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)