পীযুষ কান্তি সরকার
যাস কোথায়? ওই বেটা,
মাছ ধরবো আমি একা তো না
সাথে আছে মিয়াঁর ব্যাটা।
আরে বোকা, এই করোনা বুঝবে কি?
তুঁই কে আর আমি কে?
কিংবা মিয়াঁ – মন্ডল – প্রধান !
ঘরে ফিরে যা বাচা আপন প্রাণ।
শুধু কি আর নিজের
পরিবার টা কে ভাবতে হবে
নিজে বাঁচ, পরিবার আর সমাজ বাঁচাও
মেনে চলো সাস্থবিধি – মানো লকডাউন-----।
No comments:
Post a Comment
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)