অনিবার্য মৃত্যু



                                 ড.গৌরী ভট্টাচার্য্য


জন্ম থেকে অনুখন জীবনের ভয়,
মুহূর্তে মুহূর্তে মোদের পরমায়ু ক্ষয়।

মায়ার বাঁধনে সুখ, অনুভব করি,
সুখের পিছনে ছুটে মৃত্যুজালে পড়ি।

আশা নিরাশার ঘোরে দূর্বল হৃদয়,
সাধের জীবনে লাগে মৃত্যু মহাভয়।

কত যে প্রাণের মায়া কত সুখ যাচি,
মরণের কালেও ইচ্ছে হয় বাঁচি।

জানি বীর মৃত্যুকে ভয় করেনা,
বীরকেও ভুগতে হয় মৃত্যু যন্ত্রণা।
মরতেই হবে যদি, ছেড়ে বিশ্বলোক,
তবে কেন দিলে প্রভু, মৃত্যু লাগি শোক।

বিধাতার সৃষ্টিতত্ত্বে মরণশীল জীবন,
সেকথা ভুলাইয়ে রাখে মায়ার বাঁধন।

মৃত্যু অনিবার্য তবু মৃত্যু চাই না,
মহাসত্য মৃত্যু কভু মানতে পারি না
 

No comments:

Post a Comment

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)