শুভ দীপাবলি
-- অলোক নস্কর
-- অলোক নস্কর
মা কালীর পূজা আজ
শুভ দীপাবলি ,
আশীর্বাদ করো মাগো
যেন সৎ পথে চলি ।
বিদ্যে বুদ্ধি দিও মাগো
জ্ঞানের আলো দাও ,
আমি তোমার অধম সন্তান
বুকে টেনে নাও ।
টাকা পয়সা সবাই চায়
মায়ের নাম করে ,
সুখ শান্তি সবাই চায়
মায়ের পা ধরে ।
নানান মানুষ হরেক চাওয়া
পূজার ছলে চায় ,
কেমন করে চাইলে বলো
মাগো সত্যি পাওয়া যায় ?
মায়ের সন্তান সবাই যখন
এতো কিসের ছল ,
দু-হাত ভরে দিস জানি মা
পাপ পুণ্যের ফল ।
জীবন শুধু চাওয়া পাওয়া
হিসাব করে চলা ,
ভিতর বাহির শুদ্ধ হোক
তাইতো তোরে বলা ।
ধনতেরাস এসে গেল
সোনার দেখা নেই ,
যারে আমি ভালবাসি
আমার সোনা সেই ।
তোমায় দিতে চাই উপহার
আমি সামান্য জন ,
প্রতিজ্ঞা আর বিশ্বাস দিয়ে
জিতবো তোমার মন ।
হীরে মানিক চাইনা আমি
মান-হুঁশ হতে চাই ,
তোর দয়া যে অমৃত
আর কিছুতে নাই ।
মাগো দোষ গুণ সবার থাকে
আমার জানি আছে ,
তবু আমি আঁকড়ে ধরি
হারিয়ে যাস পাছে ।
মাগো সব ময়লা দূর কর
আমার মন হতে ,
অন্তর থেকে ডাকি তোরে
নিয়োগ তোরি ব্রতে ।
চারিদিকে মায়াজাল
অন্ধকারে ভরা ,
আলো আর আনন্দে
জীবন হোক গড়া ।
*পবিত্র আলোর স্পর্শে জীবন হোক আনন্দময়*
রচনাকাল -- 14.11.2020
Bah khub sundor uposthapona......
ReplyDeleteAmar khub valo legeche.