ঋণ - মোহনা জাহ্নবী (গান ও কবিতা ঘর)
"ঋণ"
-মোহনা জাহ্নবী
চোখবন্ধ করে যখন আমি
তোমায় অনুভব করি,
এক পৃথিবী সমান মুগ্ধতা এসে ভর করে,
তোমার এক চোখে আমি দেখতে পাই
অনবদ্য প্রেমের সংসার,
অন্য চোখে অ-প্রেমিকের জন্য বারুদ!
তোমার খোলা পিঠ বেয়ে যখন
পাহাড়ী ঝর্ণার মতো চুলগুলো ছড়িয়ে দাও,
মনে হয় বুনো বাতাসের তুমুল আলোড়ন যেন,
ইচ্ছে হয়-
তোমার কানের পাশে যত্নে গুঁজে দেই
বন্য ব্ল্যাকবেরি,
তুমি পৃথিবী শুদ্ধ ঘ্রাণ বিলিয়ে বেড়াও
তুমুল মায়ায়!
নটিলাস খোলসের বোঝা উপড়ে ফেলে
তোমার উদ্দাম ছুটে চলা যেন
ঘরেঘরে শেকলবন্দী মেয়েদের
ঘুরে দাঁড়াবার অনুপ্রেরণা,
এ সমাজের মেয়েরা যুগে যুগে
উত্তরাধিকার সূত্রে তোমার কাছে
স্বপ্ন দেখা শিখবে,
তোমার আঁচলে জমা হবে
শত শত মেয়েদের শেকলমুক্ত হবার ঋণ!
তোমার বুকজুড়ে অ্যালাপাইন ঘাসের মতো বিস্তীর্ণ সবুজ,
সেখানে ঠাঁই খুঁজে নিক
আজন্ম হেঁটে চলা সন্ন্যাসী কিংবা ক্লান্ত পথিক!
মেয়ে তুমি অরুণাচলের শীতলতা হও
প্রেমের জন্য,
তুমিই হয়ে ওঠো আগ্নেয়গিরি
শেকল ভাঙার দৃঢ়তায়,
তুমি হয়ে ওঠো গ্রাম্য নিঝুম নদী
জগৎ সংসারে শান্তিচুক্তি প্রতিষ্ঠার জন্য,
তুমিই হয়ে ওঠো উত্তাল সমুদ্র
অন্যায় অনিয়মের নষ্ট সমাজে!
আমি চোখ বন্ধ করে
যেই তুমিটাকে দেখি,
তার শরীরজুড়ে নাইটকুইনের মুগ্ধতা,
তার কাছে আমি জমা রাখি
কিছু দমবন্ধ করা বিষাদ,
ফের আমি স্বপ্নের ফসলী জমিতে
উদ্দাম বুনো হাওয়ার মতো চষে বেড়াই,
কবিতার খাতায় আঁচড় কাটি,
শেষ বিকেলে আকাশ দেখা হয়ে গেলে
সন্ধ্যে নামার মুখে
আমি গল্প কিংবা উপন্যাসে চোখ ডুবাই!
তোমার কাছে আমারও কিছু ঋণ থাকুক মেয়ে,
হাঁপিয়ে ওঠা পথে বাকিটা পথ হেঁটে যাবার
শক্তি হিসেবে,
শত কোটিবার স্বপ্ন ভাঙার পরেও
হাল ছেড়ে না দেবার সাহসের জন্য,
স্রোতের প্রতিকূলে ভেসে
দু'চোখ মেলে জীবনকে উপভোগ করার আনন্দে!
তোমার কাছে আমার কিছু বিশুদ্ধ ঋণ থাকুক,
সুদমুক্ত তো বটেই,
যে ঋণ মিটিয়ে দেবার কোনো
দায় থাকবে না কোনোদিন,
তোমার ঐ পাহাড়ী ঝর্ণার মতো খোলা চুলে,
তোমার বুকের বিস্তীর্ণ সবুজে,
তোমার চোখের প্রেম কিংবা বারুদে,
তোমার শাড়ির ভাঁজে অথবা
তোমার হাসতে পারা সোনারঙা অনুভবে
আমার কিছু অফেরতযোগ্য ঋণ থাকুক মেয়ে!
No comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)