আমিও যুদ্ধ করছি!


পীযুষ কান্তি সরকার




আমিও করছি যুদ্ধ, যুদ্ধ আমিও করছি


এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমিও যুদ্ধ করছি,
নিয়ম মেনে ঘরে থাকছি
সবার থেকে দূরে থাকছি
বিশেষ প্রয়জোন ছাড়া কথা বলছিনা
কারো সাথে, চাইছি সবাই থাকবো নিরাপদে
করোনার প্রাদুর্ভাব রূখতে মন থেকেই যুদ্ধ ঘোষণা করছি,
আমিও যুদ্ধ করছি!

অনেকেই অনেক ভাবে যুদ্ধ করে যাচ্ছে
কেঊবা আবার যোদ্ধার মনে শক্তি জুগিয়ে
না না রকম প্রণোদনা করছে ঘোষনা,
আমি ভাবছি নিজের জীবন
পাশের মানুষের জীবন করতে রক্ষা
আছে কি কোন প্রণোদনার ব্যাক্ষা
তাই তো আমি ঘরে বসে নিজেই নিজে
বাঁচার যুদ্ধ করছি!

সবার কাছে করছি আহ্বান
সবাই সবার ঘরেই থেকে যান,
হয়তো একটু কষ্ট হবে, জীবনের থেকে নয় বড়
জীবিকার জন্য জীবন বাজি রাখে কি কেউ কারো?
ভরসা রাখুন শ্রস্টার পরে , নিজের পরে বিশ্বাস
এর পরে ফিরে পাবো মরা সুখের দিন, নিয়ে বাচুন এই আশ্বাস।
যে দিন যুদ্ধ থেকে যাবে পৃথিবী হবে শান্ত
বলতে তো পারবে বুক ফুলিয়ে
জীবন জয়ের যুদ্ধে যুদ্ধ—
আমিও করেছি।
তাই যুদ্ধ আমিও করছি!!


১৯ মে ২০২০ ইং

6 comments:

লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)